বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: সাংবাদিকদের লেখনীর কারণেই সাধারণ জনগনের সেবা নিশ্চিত হয়। এছাড়া কর্মকর্তাদের জবাবদিহিতার বন্দোবস্ত হয় সংবাদকর্মীদের লেখনীর কারণে। এই দেশ এবং এই সমাজটা আমাদের সকলের। সাংবাদিকরা লিখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা আমাকে সব সময় সঠিক তথ্য দিয়ে এই জনপদের উন্নয়ন ও সাধারণের সেবা নিশ্চিতে সাহাজ্য করবেন বলে আশা করছি। উপজেলা প্রশাসন সবসময়ই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের পক্ষে থাকবে”। মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বরিশালের বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র সভাপতি সাইফুল রহিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, সাংবাদিক এস মাহমুদ, রুবেল সরদার, সৌরভ প্রমুখ। উল্লেখ্য যে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাবুগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি এর আগে বরগুনার বেতাগী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে অফিসার পদে যোগদান করেন। নতুন ইউএনও ফারুক আহমেদ -কে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
The post সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয়,বাবুগঞ্জে নবাগত ইউএনও appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024