‘মা, এই চেইনটা পরি?’ মেয়ের কথায় আঁতকে ওঠেন মা। কোনো একটা অনুষ্ঠানে যাবেন দুজন। তৈরি হওয়ার সময় মেয়ের আবদার সোনার চেইন পরবে। মা বলেন, ‘পাগল হয়েছিস? দিনকাল ভালো না। এ সময় কেউ সোনার চেইন পরে বের হয়?’ মেয়ে মানতে চায় না। বুঝতে পারে না সামান্য সোনার চেইন পরলে কী সমস্যা।
অনেক বাগবিতণ্ডার পর তারা বের হয়। রিকশা না পেয়ে হাঁটতে থাকেন দুজন। মা বকতে থাকেন, ‘গলাটা ঢেকে রাখো,… বিস্তারিত