সন্ধ্যার আলো–আঁধারির পরিবেশে সৈকতে দৈত্যদানব দেখে লোকজনের ভিড় জমে যায়। কৌতূহলী মানুষজনের প্রশ্ন, কী করে এলো এসব। উত্তর মিলতে দেরিও হলো না। সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে এমন ভাস্কর্য তৈরি হয়েছে। উদ্দেশ্য, দূষণ সম্পর্কে মানুষকে জানানো। বেলাভূমিতে নির্মিত দানব প্লাস্টিক দূষণে প্রাণ-প্রকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে এই দানবগুলো।
সমুদ্রসৈকতে নামতেই চোখে পড়ে মানুষ আকৃতির ৫০ ফুট… বিস্তারিত