ভোলা প্রতিনিধি:
ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চার সাবেক সংসদ হলেন- ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এদের মধ্যে আলী আজম এবং জ্যাকব কিছুদিন আগে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি দুজন কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ০৫ আগস্টের পর থেকেই এলাকায় নেই তারা।
বুধবার (৪ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৯ সালে ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্য এবং ৮৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ভোলা পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্রদলকর্মী আরিফ হোসেন। সোমবার (২ ডিসেম্বর) তিনি বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ মামলার তদন্ত করছে।
The post ভোলার সাবেক চার সংসদ সদস্যসহ ৮৬ জনের নামে মামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.