8:04 am, Thursday, 5 December 2024

কিংস্টনে জয়ের পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়লাভ করল বাংলাদেশ। ২০০৯ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে জয় তুলে নিল টাইগাররা। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। শেষ পর্যন্ত হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও।
৪ ইনিংসে ব্যাট করে জাকের সংগ্রহ করেছেন ১৭৬ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৯১ রানের বড় ইনিংস। যা দলের পক্ষে সর্বোচ্চও। তার ৯১ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় বেশ খুশি জাকের আলী অনিক।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর জাকের আলী তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন, তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করি নাই, সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিলো না।

পোস্টে তিনি আক্ষেপ করে যোগ করেন, ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাইহোক, এই জয় তোমার জন্য বাবা।

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় জাকের আলীর। ওয়ানডেতে অভিষেক হয় শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের ৯ নভেম্বর। আর টি টোয়েন্টিতে অভিষেক হয় ২০২৩ সালের ৪ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে।
প্রসঙ্গত, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। এর পরবর্তী দেড় দশকে সাতটি টেস্টে মুখোমুখি হলেও জয় আসেনি। তবে এবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা সেই ইতিহাস নতুন করে লিখল।

The post কিংস্টনে জয়ের পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা appeared first on Bangladesher Khela.

Tag :
জনপ্রিয়

কিংস্টনে জয়ের পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা

Update Time : 04:12:40 pm, Wednesday, 4 December 2024

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়লাভ করল বাংলাদেশ। ২০০৯ সালের পর এই প্রথম ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে জয় তুলে নিল টাইগাররা। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। শেষ পর্যন্ত হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও।
৪ ইনিংসে ব্যাট করে জাকের সংগ্রহ করেছেন ১৭৬ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৯১ রানের বড় ইনিংস। যা দলের পক্ষে সর্বোচ্চও। তার ৯১ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় বেশ খুশি জাকের আলী অনিক।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর জাকের আলী তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন, তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করি নাই, সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিলো না।

পোস্টে তিনি আক্ষেপ করে যোগ করেন, ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাইহোক, এই জয় তোমার জন্য বাবা।

ঘরের মাঠ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় জাকের আলীর। ওয়ানডেতে অভিষেক হয় শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে চলতি বছরের ৯ নভেম্বর। আর টি টোয়েন্টিতে অভিষেক হয় ২০২৩ সালের ৪ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে।
প্রসঙ্গত, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। এর পরবর্তী দেড় দশকে সাতটি টেস্টে মুখোমুখি হলেও জয় আসেনি। তবে এবার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টাইগাররা সেই ইতিহাস নতুন করে লিখল।

The post কিংস্টনে জয়ের পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা appeared first on Bangladesher Khela.