7:38 am, Thursday, 5 December 2024

অধিনায়ক হিসেবে বড় পাওয়ার কথা জানালেন মিরাজ

ইনজুরিতে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব নেন মেহেদি হাসান মিরাজ। আর এই সুযোগে তিনি দেখালেন নিজের নেতৃত্বগুণ। ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, আর সিরিজ ড্র করে ট্রফি ভাগাভাগি করল দু’দল।
প্রথম টেস্টে সাহসী সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। তবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে দারুণ প্রত্যাবর্তন করে দল। ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া।

জয়ের কৃতিত্ব মিরাজ দিয়েছেন পুরো দলকে। তিনি বলেন, আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সবাই মন থেকে চেয়েছিল ম্যাচটা জিততে। সেই মানসিকতার কারণেই আমরা জয় পেয়েছি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে আগ্রাসী ক্রিকেট। মিরাজ খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দেন ইতিবাচক মানসিকতায় খেলার। তার ভাষায়, আমি বলেছিলাম ইতিবাচক চিন্তা ছাড়া খেললে এই উইকেটে অনেক কঠিন হবে। আমরা জানতাম ২৫০ রান করলে ম্যাচটা জেতা সহজ হবে। সেই লক্ষ্য নিয়েই সবাই মাঠে নেমেছে।

মিরাজ বিশেষভাবে প্রশংসা করেন দলের বোলারদের। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের ৫ উইকেট দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
মিরাজের নেতৃত্বে এই জয় শুধু একটি ম্যাচ নয়, ভবিষ্যতের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক মানসিকতার প্রতীক। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির কথা ভাবি। ভুল করলে শিখব, এটাই আমাদের লক্ষ্য।

The post অধিনায়ক হিসেবে বড় পাওয়ার কথা জানালেন মিরাজ appeared first on Bangladesher Khela.

Tag :
জনপ্রিয়

অধিনায়ক হিসেবে বড় পাওয়ার কথা জানালেন মিরাজ

Update Time : 04:12:43 pm, Wednesday, 4 December 2024

ইনজুরিতে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব নেন মেহেদি হাসান মিরাজ। আর এই সুযোগে তিনি দেখালেন নিজের নেতৃত্বগুণ। ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, আর সিরিজ ড্র করে ট্রফি ভাগাভাগি করল দু’দল।
প্রথম টেস্টে সাহসী সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। তবে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে দারুণ প্রত্যাবর্তন করে দল। ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া।

জয়ের কৃতিত্ব মিরাজ দিয়েছেন পুরো দলকে। তিনি বলেন, আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সবাই মন থেকে চেয়েছিল ম্যাচটা জিততে। সেই মানসিকতার কারণেই আমরা জয় পেয়েছি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে আগ্রাসী ক্রিকেট। মিরাজ খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দেন ইতিবাচক মানসিকতায় খেলার। তার ভাষায়, আমি বলেছিলাম ইতিবাচক চিন্তা ছাড়া খেললে এই উইকেটে অনেক কঠিন হবে। আমরা জানতাম ২৫০ রান করলে ম্যাচটা জেতা সহজ হবে। সেই লক্ষ্য নিয়েই সবাই মাঠে নেমেছে।

মিরাজ বিশেষভাবে প্রশংসা করেন দলের বোলারদের। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের ৫ উইকেট দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
মিরাজের নেতৃত্বে এই জয় শুধু একটি ম্যাচ নয়, ভবিষ্যতের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিবাচক মানসিকতার প্রতীক। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতির কথা ভাবি। ভুল করলে শিখব, এটাই আমাদের লক্ষ্য।

The post অধিনায়ক হিসেবে বড় পাওয়ার কথা জানালেন মিরাজ appeared first on Bangladesher Khela.