মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ময়মনসিংহ এর অভিযানে ৪০০০ পিস ইয়াবা ১,৭৫,০০০ টাকা ও দুইটি মোবাইল সেটসহ ০২ জন গ্রেপ্তার।
৪ ডিসেম্বর /২০২৪ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কর্যালয় ময়মনসিংহ এর একটি টিম উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা ১৫ নং ওয়ার্ড এর জেলা পরিষদ হাই স্কুল রোড দক্ষিণ পাশে সেলিনা সুলতানার ২০৬ নং বাসার ছয় তালা বিল্ডিং এর উত্তর-পূর্ব পাশের তিন কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট হতে আসামী আব্দুল কাইয়ুম (৩০) এর ভাড়াকৃত বসত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৪,০০০ (চার হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত বাংলাদেশী বিভিন্ন মানের মূদ্রা- ১,৭৫,০০০/-(এক লক্ষ পচাত্তর হাজার) টাকা ও ০২ টি মোবাইল সেট সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল গ্রেফতার করেছেন। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গ্রেফতার কৃতরা হলেন, আব্দুল কাইয়ুম (৩০), পিতা-মোজাম্মেল হক, মাতা- আনোয়ারা খাতুন, সাং- তিলাটিয়া (১০ নং বিসকা ইউনিয়ন), থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ ও আমিরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুল কাদির, মাতা- আনোয়ারা বেগম, সাং-শাহাবাসপুর, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ।
রেডিং পার্টির নেতৃত্বদানকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপ-পরিচালক, মোঃ কাউছারুল হাসান রনি সহকারী পরিচালক, মোহাম্মদ আমিনুল কবির পরিদর্শক, মোরশেদ আলম উপ পরিদর্শক, আমেনা বেগম এএসআই, সিপাহী মাহমুদুল হাসান, সাব্বির আহমেদ, রাজু মিয়া, আশরাফুল আলম পাপ্পু, সিপাই সালমান ফারসি
The post মদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নগদ টাকা ও ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.