উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুরে টাকা-পয়সা নিয়ে দুবাই প্রবাসী স্বামীর সাথে স্ত্রীর বাগবিতণ্ডা অতঃপর বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়- উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রামের দুবাই প্রবাসী নজরুল ইসলাম সরদারের স্ত্রী ৩ সন্তানের জননী রিমা আক্তার(৩৫) এর সাথে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে টাকা-পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এরপর ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করে। বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে বসতঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়- নিহত রিমা বেগম বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামের আলি আহমেদ হাওলাদারের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
The post উজিরপুরে প্রবাসীর স্ত্রীর বি*ষপা*নে আ*ত্মহ*ত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.