7:45 am, Thursday, 5 December 2024

পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শরিফ উদ্দীন ও ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আবু হিরন, সহসভাপতি পদে আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৫টায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির হলরুমে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এবং পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল এই কমিটি ঘোষনা করেন।
এর আগে সভাপতি, ট্রেজারার, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি (২টি পদে) সহ ৫টি পদে শরিফ উদ্দীন, আবু হিরন, আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান ও শফিউজ্জামান রুবেল পাটোয়ারী সহ ৫ জন পরিচালক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও ১২ জন পরিচালক তাদের সমর্থন করায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়া. কমিটির অন্যান্য পরিচালকেরা হলেন, রেজাউল করিম রেজা, সোহেল রানা মানিক, নুরুজ্জামান বাবু, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন রঞ্জু, রায়হানুল আলম, নুর জামাল, হারুন উর রশিদ বাবু, হায়াতুন আলম, আবু দাউদ প্রধান ও রাওজুল কারিম।
এদিকে, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে শরীফ হোসেনের প্যানেলে ১৭ জন পরিচালকের মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Tag :
জনপ্রিয়

পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ

Update Time : 08:19:00 pm, Wednesday, 4 December 2024
নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শরিফ উদ্দীন ও ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আবু হিরন, সহসভাপতি পদে আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৫টায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির হলরুমে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এবং পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল এই কমিটি ঘোষনা করেন।
এর আগে সভাপতি, ট্রেজারার, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি (২টি পদে) সহ ৫টি পদে শরিফ উদ্দীন, আবু হিরন, আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান ও শফিউজ্জামান রুবেল পাটোয়ারী সহ ৫ জন পরিচালক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও ১২ জন পরিচালক তাদের সমর্থন করায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়া. কমিটির অন্যান্য পরিচালকেরা হলেন, রেজাউল করিম রেজা, সোহেল রানা মানিক, নুরুজ্জামান বাবু, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন রঞ্জু, রায়হানুল আলম, নুর জামাল, হারুন উর রশিদ বাবু, হায়াতুন আলম, আবু দাউদ প্রধান ও রাওজুল কারিম।
এদিকে, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে শরীফ হোসেনের প্যানেলে ১৭ জন পরিচালকের মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।