চলমান যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। এক দিনের ব্যবধানে বুধবার (৪ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকটে পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে এবার চীনকে ৬-৩ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এতে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিতের পর পঞ্চম হয়ে যুব এশিয়া কাপ মিশন শেষ করল।
যুব এশিয়া কাপে বাংলাদেশ ও চীন একই গ্রুপে ছিল। দুই দল গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি এগিয়ে থেকেও শেষ মুহুর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র হয়। গ্রুপ ম্যাচে চীনকে হারাতে না পারলেও স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই হারিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচেও গ্রুপের মতোই দুই দল লড়েছে সমানে সমান। ম্যাচের প্রথম কোয়ার্টার ১-১ সমতা ছিল। পরের কোয়ার্টারে তিন গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র একটি গোল করে। ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়।
বিরতি থেকে ফেরার পর পরের কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। চীন একটি গোল করে ব্যবধান ৪-৩ নামিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারের শেষ দুই সেকেন্ড আগে চীন পেনাল্টি কর্নার পেলেও সমতা আনতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের শুরুতে বাংলাদেশ গোল করে লিড ৫-৩ করে।
চীন খেলায় ফেরার জন্য মরিয়া ছিল। শেষ কোয়ার্টারেও কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করলেও গোল করতে পারেনি। উল্টো চীনের কফিনে বাংলাদেশ অন্তিম মুহুর্তে আরেকটি গোল করে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ দল সকালে ঢাকায় পৌঁছাবে। দুপুরে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান বিশ্বকাপ নিশ্চিত করা খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা দেবেন ফেডারেশনের পক্ষ থেকে। ৭ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-২১ মহিলা এশিয়া কাপ শুরু হচ্ছে। ঐ টুর্নামেন্টে অংশ নিতে মহিলা দল ইতোমধ্যে ওমানে পৌঁছেছে।
The post এবার চীনকে ৬-৩ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ appeared first on Bangladesher Khela.