চিন্তার ডমিনোসারিতে কিছু সুন্দর ভাবনা উঁকি দিচ্ছে। ভাবছি, ছোট্ট একটি অর্থহীন আওয়াজ কেমন করে এই ক্ষুদ্র প্রাণের অমূল্য হৃদয়কে হাজারো মিষ্টি অর্থে রাঙিয়ে তুলছে। বাবার আদরের একটু মৃদু স্পর্শ তাদের মনের গহিনে যেন আবার কিছু দুষ্টুমি করার একরাশ শক্তি সঞ্চার করে চলছে। একটা ছোট্ট চড়ুই উড়ে যাচ্ছে বারান্দার পাশ দিয়ে, তাতেই যেন চোখে তাদের স্বপ্নের দীপ্তি খেলে যাচ্ছে। চুলায় ধোঁয়া ওঠা মাছের গন্ধ যেন মধুর অভ্যর্থনা জানাচ্ছে প্রতিটি মুহূর্তে। অধীর অপেক্ষার পর একটুখানি আহারেই হৃদয়ে ছড়িয়ে যাচ্ছে নিঃশব্দ উল্লাসের সুর। এত অল্পেই এতটা তৃপ্তি, প্রশান্তি, ভাবা যায়? এমন ছোট ছোট সাদামাটা মুহূর্তেই যেন তারা খুঁজে পাচ্ছে স্বর্গীয় সুখ। কী অদ্ভুত সুন্দর না ব্যাপারটা?
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024