ফেরদৌস-ঋতুপর্ণার বন্ধুত্বের খবর দুই বাংলার সবারই জানা। পর্দার জুটি হিসেবেও তাদের ওঠা-বসা বেশ সমৃদ্ধ। জুলাই বিপ্লবের আগে আগে সেই ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেন ঢালিউডের রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। প্রথম লটের শুটিং হয়ে আটকে যায় বিপ্লবে অচলাবস্থার কারণে।
অবশেষে ৫ মাসের মাথায় জানা যায়, সিনেমা থেকে বাদ পড়েছেন ঋতুপর্ণা। যুক্ত হয়েছেন একই শহরের শ্রীলেখা মিত্র। রবিবার (৮ ডিসেম্বর) বিষয়টি… বিস্তারিত