
সৈয়দ রাসেল, কলাপাড়া।। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা – এই স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত উপজেলা কার্যালয় পটুয়াখালী’র কলাপাড়ার সহযোগিতায় দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বনকর্মকর্তা মনিরুল ইসলাম , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে কাজ করতে হবে, নতুন প্রজন্মকে সচেতন করতে সবাই মিলে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।
The post কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.