আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ড্রোন, ল্যাপটপ ও বিদেশি মদসহ আটক দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরিশালের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন জিআরও এএসআই মুনসুর আহমেদ।
দুই আসামি হলেন-বরিশালের উজিরপুর উপজেলার সাতলা আলমদি এলাকার বাসিন্দা প্রয়াত নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় (৩৬) ও আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ বড় মগড়া এলাকার বাসিন্দা ভক্তিরঞ্জন পান্ডের ছেলে দিলিপ পান্ডে (৩৩)।
আগৈলঝাড়া থানার জিআরও এএসআই মুনসুর আহমেদ বলেন, গত ৬ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে দুইজনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে এক বোতল বিদেশি মদ, একটি ড্রোন, একটি ল্যাপটপ, একটি আইফোন, দুইটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের আগৈলঝাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদক আইনে মামলা করেন এসআই মিল্টন মন্ডল। মামলার আসামি হিসেবে তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল দুইজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল বলেন, দুইজনকে মাদকের মামলায় তিনদিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের কাছ থেকে ডিভাইসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে তথ্য প্রমাণ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
The post ড্রোন-ল্যাপটপে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আলামত’, দুইজন তিন দিনের রিমান্ডে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.