বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা কৃষকদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ ওলিউল্লাহ সিদ্দিকি। বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ হানিফ হাওলাদার ও বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্না সাধারন সম্পাদক আরিফুর রহমান সুমন জমাদ্দারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ এম মোহসীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল আলম সফরুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মুজাম্মেল হাওরা,রেজাউল করিম চিন্নু। এসময় উপস্থিত ছিলেন,বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আল-আমিন হোসেন কিশোর, সহসভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি,মিরাজ সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মিরাজ শরিফ, প্রচার সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সদস্য দেলোয়ার হোসেন,কৃষক দলের নেতা মোঃ আলাউদ্দিন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, কেদারপুর ইউনিয়নের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, দেহেরগতি ইউনিয়নের আহ্বায়ক আবু সাইদ খান, সদস্য সচিব নাসির আহমেদ সাগর, চাঁদপাশা ইউনিয়নের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ঘড়ামি, সদস্য সচিব সাজ্জাদ হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা, রহমতপুর ইউনিয়নের আহব্বায়ক, নজরুল কাজী, মাধবপাশা ইউনিয়নের সভাপতি মোঃ জাকির তালুকদার, মনিরুজ্জামান লিটন, রুবেল, শাহিন আলম, আবুল কালাম আজাদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃৃবৃন্দ। বক্তারা দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির ভূমিকা তুলে ধরে। বলেন, কৃষকদল প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি।
The post বাবুগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.