সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি ওয়ান শুটার গান ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১২ ডিসেম্বর) উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নি সংযোগের পর সুযোগ সন্ধানীরা এসব গুলি ও গান লুট করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানান, গত ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। অব্যাহত অভিযানের মুখে পরিত্যক্ত অবস্থায় বুধবার ৬০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসময় একটি মামলার জব্দ তালিকায় থাকা একটি ওয়ান শুটার গানও উদ্ধার করা হয়।
লুটকৃত অস্ত্র ও গুলির বিষয়ে নিশ্চিত তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। একই সাথে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখার বিষয়ে নিশ্চয়তা প্রদান করে তিনি থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করেন।
খুলনা গেজেট/এনএম
The post শ্যামনগরে লুট হওয়া ওয়ান শুটার গানসহ ৬০ রাউন্ড গুলি উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.