খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকার একটি মাছের ঘের এর মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়। ওই সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়।
তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ অস্ত্র এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
The post কয়রায় দোনালা পাইপ গান উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.