দাড়ি পুরুষকে ভিন্নমাত্রার সৌন্দর্য দেয়। চুল-দাড়ি নিয়ে কেউ কেউ একেবারে নির্বিকার। আবার অনেকেই পুরোপুরি এর বিপরীত। দাড়ি-চুলের যত্ন নিয়ে ভাবনার শেষ নেই। কীভাবে রাখলে সুন্দর দেখাবে। কতটা রাখবেন বা কাটবেন না নিয়েও চিন্তার অন্ত নেই।
চুল-দাড়ির সৌন্দর্য বাড়াতে চিন্তারও শেষ নেই। কতজন কতভাবে রাখেন আবার কেটে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করেন। যে যার মতো স্টাইল অনুসরণ করেন।
তবে চুল-দাড়ি রাখার… বিস্তারিত