রাজনীতিতে গ্রাচো মার্কসের একটি উক্তি বহুল প্রচলিত। তাহার ভাষায়, ‘রাজনীতি হইল সমস্যার অনুসন্ধান করা, সকল জায়গায় ইহার খোঁজ করা, ইহার ভুল নির্ণয় করার শিল্প।’ রাজনীতিকে মূলত এই জন্য অবিহিত করা হয় ‘ভুল হইতে শিক্ষা গ্রহণের বিজ্ঞান’ হিসাবে। তবে পরিতাপের বিষয় হইল, উন্নয়নশীল বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব যেন এই বিজ্ঞান মানিতে চাহে না! তাহারা সমস্যার অনুসন্ধান না করিয়া বরং বিগত শাসক বা… বিস্তারিত