ইহাই কি দেশে দেশে গণমানুষের ভবিতব্য? দেশবাসী একজন বা একদল শাসকের শাসন অপছন্দ করিয়া ক্ষমতাচ্যুত করিতে রাস্তায় সমবেত হয়। উপেক্ষা করে মৃত্যুভয়, জীবনের মায়া। ডেসপারেট জনতা শাসককে ক্ষমতাচ্যুত করিয়া উল্লাসে ট্যাংকের উপরে উঠিয়া নাচে, যাহা আমরা সম্প্রতি সিরিয়াসহ বিভিন্ন দেশে বারবার দেখিয়াছি। এই রকম একেকটা পরিবর্তনের জন্য মানুষ আগাইয়া আসে আশা লইয়া; কিন্তু দিন কয়েক পার হইলেই দেখা যায়,… বিস্তারিত