বিভিন্ন দেশে পরিবর্তন লক্ষ করা যায়, যাহা সিরিয়ায়ও ঘটিয়া গেল। আজিকার বিশ্বে জনগণ ‘পরিবর্তন’ চাহে বিভিন্ন ক্ষেত্রে। ইহা বর্তমানে প্রবণতায় পরিণত হইয়াছে। পরিবর্তন, সংস্কার, রূপান্তর শব্দগুলি জনগণের কাছে বেশ পরিচিত হইয়া উঠিয়াছে। তবে মানুষ আসলে পরিবর্তন নহে, চাহে ‘কাঙ্ক্ষিত পরিবর্তন’। উহা এক দলের পরিবর্তে আরেক দলের শাসন বা এক নেতার জায়গায় আরেক নেতা নহে, বরং একটি… বিস্তারিত