৯ রানেই ২ উইকেটের পতন। সেখান থেকেই বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটাক করছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার। দুজনেই কিছুটা ধীরগতিতে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটে-বলে সমতা এনেছেন। সাবধানী ব্যাটিংয়ে মিরাজ ও সৌম্য দুজনেই তুলে নিয়েছেন ফিফটি।
মিরাজ এই সিরিজে দ্বিতীয়বার পেয়েছেন পঞ্চাশের দেখা। আর সৌম্যর এটি সিরিজে প্রথম ফিফটি।
দুজনে মিলে পার্টনারশিপ করেছেন শতরানের। এই প্রতিবেদন পর্যন্ত ২০.২ ওভারে বাংলাদশের সংগ্রহ ১১৪ রান।
খুলনা গেজেট/এমএম
The post সৌম্য-মিরাজের ফিফটিতে শতরানের জুটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.