8:30 am, Monday, 6 January 2025

রিকার্ভে বিকেএসপি, কম্পাউন্ডে আর্মি ক্লাব চ্যাম্পিয়ন

টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি লিগে রিকার্ভ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কম্পাউন্ডে আর্মি আরচ্যারি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতি বছরের মতো এবারও লিগের ৪ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দেশ সেরা ৮টি করে দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বছরের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। চার রাউন্ডের মোট স্কোরের ওপর দলগুলোর পজিশন নির্ধারিত হয়।

৬০ পয়েন্ট নিয়ে রিকার্ভ ডিভিশনে চ্যাম্পিয়ন বিকেএসপি, বিমান বাহিনী রানার্স আপ ৫৬ পয়েন্ট নিয়ে। ৫৬ পয়েন্ট পেয়ে কম্পাউন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। ৫০ পয়েন্ট নিয়ে রিকার্ভ এর মত কম্পাউন্ড ইভেন্টেও রানার্স আপ হয়েছে বিমান বাহিনী। রিকার্ভ ও কম্পাউন্ড দুটিতেই তৃতীয় হয়েছে আনসার।

প্যারিস অলিম্পিকে খেলেছেন বিকেএসপির আরচ্যার সাগর ইসলাম। কিছু দিন আগেই ২০২৪ সালে বিকেএসপি ব্লু পেয়েছেন তিনি। এবার আরচ্যারিতে বিকেএসপিকে জাতীয় লিগে চ্যাম্পিয়ন করিয়ে বেশ খুশি অলিম্পিয়ান আরচ্যার। জাতীয় লিগের প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক। সামগ্রিক স্কোরিংয়ে তিনিও প্রশংসা করেছেন।

প্রতিযোগিতা শেষে ফেডারেশনের কর্মকর্তারা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

The post রিকার্ভে বিকেএসপি, কম্পাউন্ডে আর্মি ক্লাব চ্যাম্পিয়ন appeared first on Bangladesher Khela.

Tag :

রিকার্ভে বিকেএসপি, কম্পাউন্ডে আর্মি ক্লাব চ্যাম্পিয়ন

Update Time : 10:10:02 pm, Thursday, 12 December 2024

টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি লিগে রিকার্ভ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কম্পাউন্ডে আর্মি আরচ্যারি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতি বছরের মতো এবারও লিগের ৪ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দেশ সেরা ৮টি করে দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বছরের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। চার রাউন্ডের মোট স্কোরের ওপর দলগুলোর পজিশন নির্ধারিত হয়।

৬০ পয়েন্ট নিয়ে রিকার্ভ ডিভিশনে চ্যাম্পিয়ন বিকেএসপি, বিমান বাহিনী রানার্স আপ ৫৬ পয়েন্ট নিয়ে। ৫৬ পয়েন্ট পেয়ে কম্পাউন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। ৫০ পয়েন্ট নিয়ে রিকার্ভ এর মত কম্পাউন্ড ইভেন্টেও রানার্স আপ হয়েছে বিমান বাহিনী। রিকার্ভ ও কম্পাউন্ড দুটিতেই তৃতীয় হয়েছে আনসার।

প্যারিস অলিম্পিকে খেলেছেন বিকেএসপির আরচ্যার সাগর ইসলাম। কিছু দিন আগেই ২০২৪ সালে বিকেএসপি ব্লু পেয়েছেন তিনি। এবার আরচ্যারিতে বিকেএসপিকে জাতীয় লিগে চ্যাম্পিয়ন করিয়ে বেশ খুশি অলিম্পিয়ান আরচ্যার। জাতীয় লিগের প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক। সামগ্রিক স্কোরিংয়ে তিনিও প্রশংসা করেছেন।

প্রতিযোগিতা শেষে ফেডারেশনের কর্মকর্তারা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

The post রিকার্ভে বিকেএসপি, কম্পাউন্ডে আর্মি ক্লাব চ্যাম্পিয়ন appeared first on Bangladesher Khela.