প্রথম ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের ব্যাটাররা। ৯ রানেই ২ উইকেটের পতন। সেখান থেকেই বাংলাদেশের ইনিংস মেরামতের কাজটাক করছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার। দুই ব্যাটার লিটন-তামিম রান না পেলেও সৌম্য-মিরাজ জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।
দুজনেই কিছুটা ধীরগতিতে শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটে-বলে সমতা এনেছেন। সাবধানী ব্যাটিংয়ে মিরাজ ও সৌম্য দুজনেই তুলে নেন ফিফটি। এই দুইজন গড়েন ১৩৬ রানের জুটি। অবশেষে দলীয় ১৪৫ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য। ৭৩ বলে ৭৩ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। আর দলীয় ১৭১ রানে আউট হন মেহেদী হাসান মিরাজ। ৭৩ বল খেলে ৭৭ রান সংগ্রহ করেন টাইগার এই অধিনায়ক। এরপর ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আফিফ।
পর পর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। একইসঙ্গে থেমে গেছে রানের গতি।
এই প্রতিবেদন পর্যন্ত ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদশের সংগ্রহ ১৭১ রান।
খুলনা গেজেট/এমএম
The post ভাঙল মিজার-সৌম্য জুটি, ফিরলেন আফিফও appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024