12:25 am, Friday, 13 December 2024

ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি

স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম বিডি-১৫’। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে ই এম কে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে যোগ দিতে যাবেন।

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে ১৮টি দল অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ধাপ শেষ ২টি দল নির্বাচিত করা হয়, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে।

বিজয়ী দলের শিক্ষার্থীরা এরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী, একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান তমাল, সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি. এম. রাকিব।

পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে তারা পুরাতন জিন্স প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরি করছে। মূলত পরিবেশ দূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে। ই-কমার্স প্লাটফর্মের এর মাধ্যমে তারা পণ্য বাজারজাত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে তাদের ভেঞ্চার ‘Jeans2Totes’ এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে মার্কেটিং করছে।

প্রজেক্ট এর নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, আমরা খুবই আনন্দিত যে আমরা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

খুলনা গেজেট/এমএম

The post ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :
জনপ্রিয়

ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি

Update Time : 10:10:27 pm, Thursday, 12 December 2024

স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম বিডি-১৫’। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে ই এম কে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে যোগ দিতে যাবেন।

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে ১৮টি দল অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ধাপ শেষ ২টি দল নির্বাচিত করা হয়, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে।

বিজয়ী দলের শিক্ষার্থীরা এরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী, একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান তমাল, সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি. এম. রাকিব।

পলিথিনের বিকল্প এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরিতে তারা পুরাতন জিন্স প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরি করছে। মূলত পরিবেশ দূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বাড়াতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে। ই-কমার্স প্লাটফর্মের এর মাধ্যমে তারা পণ্য বাজারজাত করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে তাদের ভেঞ্চার ‘Jeans2Totes’ এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে মার্কেটিং করছে।

প্রজেক্ট এর নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, আমরা খুবই আনন্দিত যে আমরা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

খুলনা গেজেট/এমএম

The post ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.