8:03 am, Monday, 6 January 2025

চিরকুট (তৃতীয় পর্ব)

সন্ধ্যা হওয়ার পূর্বমুহূর্তে বর্ষার অঝোর ধারা থেমে এল প্রায়। অন্তর চলে আসার জন্য প্রস্তুত হতে লাগল। সকালে দুটি টিউশন শেষ করতে হয়। সেখানে ওর বিশেষ গুরুত্ব আছে। তাই ওকে কোনোমতেই আটকে রাখা গেল না। আসার সময় নীলা বারবার বলে দিল, যেন সে মাঝেমধ্যেই বেড়াতে আসে। মামার বাড়িতে আসতে তার কী এত সমস্যা! অন্যদিকে মিলা রাগ করে বসে রইল। সে কিছুতেই ভাইকে যেতে দিতে রাজি না। শেষে ওকে নানা প্রতিশ্রুতি দিয়ে অন্তর বেরিয়ে পড়ল বাসার উদ্দেশে।

Tag :

চিরকুট (তৃতীয় পর্ব)

Update Time : 12:23:31 am, Friday, 13 December 2024

সন্ধ্যা হওয়ার পূর্বমুহূর্তে বর্ষার অঝোর ধারা থেমে এল প্রায়। অন্তর চলে আসার জন্য প্রস্তুত হতে লাগল। সকালে দুটি টিউশন শেষ করতে হয়। সেখানে ওর বিশেষ গুরুত্ব আছে। তাই ওকে কোনোমতেই আটকে রাখা গেল না। আসার সময় নীলা বারবার বলে দিল, যেন সে মাঝেমধ্যেই বেড়াতে আসে। মামার বাড়িতে আসতে তার কী এত সমস্যা! অন্যদিকে মিলা রাগ করে বসে রইল। সে কিছুতেই ভাইকে যেতে দিতে রাজি না। শেষে ওকে নানা প্রতিশ্রুতি দিয়ে অন্তর বেরিয়ে পড়ল বাসার উদ্দেশে।