প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১১:২৪ পি.এম
আবু সাঈদের রক্তের উপরে বসে আমরা বৈষম্য বিরোধী কোন কাজ করবো না —রংপুর বিভাগীয় কশিনার
রংপুর থেকে ফিরে,পার্বতীপুর প্রতিনিধিঃ সমতলের পান্তিক,ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার জন্য বিভাগী পর্যায়ে অধিপরামর্শ সভা আজ ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে রংপুর পর্যটন মটেল এ অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র এডভাইজার জেন্ডার ডাইভারসিটি এন্ড এভাকেসী,হেক্স্কান্ট্রি অফিস বাংলাদেশ এর সাইবুন নেসা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কশিনার মোঃ শহিদুল ইসলাম। এসময় মূখ্য আলোচক ছিলেন মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি,রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রংপুর, বিশেষ অতিথি ছিলেন মোঃ আবু জাফর (যুগ্মসচিব) পরিচালক,স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর বিভাগ,মোছাঃ জিলুফা ইয়াসমিন( উপসিচব) পরিচালক, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়,রংপুর বিভাগ, রংপুর।
সভায় প্রধান অতিথি বলেন, আবু সাঈদের রক্তের উপরে বসে আমরা বৈষম্য বিরোধী কোন কাজ করবো না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠীর যে দাবীগুলো উত্থাপন করা হয়েছে তা যথাযথভাবে সরকারি নীতিমালা অনুযায়ী করা হবে। খাস জমি বরাদ্দের বিষয়ে বলেন নীতিমা মালা মেন তা বদেয়া হবে। দলিতদের এনআইডি কার্ড সংশোধনের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হবে। তিনি আরো বলে পরিশ্রম কখনো বৃথা যায় না। আসুন পরিশ্রম করি আয়ের পরিধি বাড়াই। মূখ্য আলোচক মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি,রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রংপুর, বলেন বিভন্ন ধরনের ফুল একত্রিত করে একটি সুন্দর যেমন মালা বা তোড়া তৈরী করা হয় ঠিক তেমনি আমরা দেশের মানুষ হাতে হাত মিলিয়ে মালা গাঁথার মতন নিজেদের জীবনটা তৈরী করি এবং দেশের উন্নয় ঘটাই। এর আগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীরফামারী, লালমনিরহাট,কুড়িগ্রাম জেলার এডভোকেসী প্লাটফরমের সভাপতি ও সম্পাদকেরা তাদের সমস্যার কথা তুলে ধরেন অতিথিদয়ের নিকট। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হেক্স এর রংপুরের দায়িত্বরত কর্মকর্তা পাপন সরকার।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024