প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১১:১৮ পি.এম
ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রম অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যলামস) এর আয়োজনে পঞ্চগড়ে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক স্টেকহোল্ডার কনফারেন্স ও কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় এই স্টেকহোল্ডার কনফারেন্স ও কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে ভিডিওকলে যুক্ত থেকে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার ও এনডিসি শহিদুল ইসলাম।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024