ভারতের ডি গুকেশ দাবায় ইতিহাস গড়লেন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন তিনি। শেষ গেমে চীনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন ১৮ বছরের গুকেশ। ৭.৫-৬.৫ ফলে হারিয়ে দিলেন চীনা প্রতিপক্ষকে। কালো ঘুঁটি নিয়ে জিতলেন গুকেশ।
বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল তাদের। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট… বিস্তারিত