2:43 pm, Friday, 13 December 2024

তুমি

আমি কোনো রাজনীতি ভালোবাসি না
বলেই
বসতি গ্রহে সব নীতি ফেলে
তোমাকে ভালোবেসেছি
যেখানে পকেট নেই, ঘর নেই
পিতা পরিবার কিংবা
জমিতে হালের চাষাবাদ নেই!
জীর্ণ জীবন ও দুঃখ আগলে নিয়ে
ফুলের নীতি শেখাচ্ছি
তবে পুষ্প নয়…!
স্বার্থপর জগতে তোমাকে আমি আর
পুষ্প হতে দিতে পারি না,
কারণ তোমাকে ভালোবাসি
আপনার জন্য না ফুটে জন্মের জগতে যা পেয়েছিলে সেই অবহেলাই পাবে!
তার চেয়ে তুমি প্রেম ফুল হও
সুবাস ছড়াও এ হৃদয়ে!

Tag :
জনপ্রিয়

তুমি

Update Time : 10:07:34 am, Friday, 13 December 2024

আমি কোনো রাজনীতি ভালোবাসি না
বলেই
বসতি গ্রহে সব নীতি ফেলে
তোমাকে ভালোবেসেছি
যেখানে পকেট নেই, ঘর নেই
পিতা পরিবার কিংবা
জমিতে হালের চাষাবাদ নেই!
জীর্ণ জীবন ও দুঃখ আগলে নিয়ে
ফুলের নীতি শেখাচ্ছি
তবে পুষ্প নয়…!
স্বার্থপর জগতে তোমাকে আমি আর
পুষ্প হতে দিতে পারি না,
কারণ তোমাকে ভালোবাসি
আপনার জন্য না ফুটে জন্মের জগতে যা পেয়েছিলে সেই অবহেলাই পাবে!
তার চেয়ে তুমি প্রেম ফুল হও
সুবাস ছড়াও এ হৃদয়ে!