দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নিজস্ব নীতিমালা প্রণয়ন করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে প্রস্তাবিত কুয়েটের নিজস্ব নীতিমালা-২০২৪ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুয়েট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যেখানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, কর্মরত ব্যক্তি, ভর্তিচ্ছু এবং অভ্যাগত কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে নিজ নিজ কর্মদক্ষতা ও সম্ভাবনা বিকশিত করতে পারে, এজন্য কোন ব্যক্তি যাতে এক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনগত ও প্রশাসনিক রক্ষাকবচ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট। যেহেতু বিদ্যমান আইন, অধ্যাদেশ বিধি-বিধান ও ব্যবস্থাবলী প্রয়োজনের তুলনায় অপ্রতুল ও যথেষ্ট কার্যকর না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা” প্রণয়ন করেছে। এ নীতিমালা প্রণয়নের ফলে এ বিষয়ে যথাযথ আইনগত প্রশাসনিক ব্যবস্থা পূর্বের তুলনায় অধিক বেগবান হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যৌন হয়রানি ও নিপীড়নমূলক কার্যকলাপ দমনের লক্ষ্যে প্রণীত এ নীতিমালা প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এর সীমানার মধ্যে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কর্মরত যে কোনো ব্যক্তি, শিক্ষার্থী, ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভ্যাগত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এ নীতিমালা প্রণয়নের ফলে অভিযোগ প্রদানে নিরাপদ ও সহজ ব্যবস্থা, অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা, অভিযোগকারী ও সাক্ষীসহ সকলে নিরাপত্তা বিধানে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত হবে। এছাড়াও বিচারের ব্যবস্থা সুনির্দিষ্ট ও ত্বরান্বিত হবে। বিচার প্রার্থী/প্রার্থীদের বা তার/তাদের পরিবারের সদস্যদের হয়রানি হেয় ও নিগৃহীত করাকে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে সুনির্দিষ্ট করা এবং উদ্দেশ্যমূলকভাবে সাজানো অভিযোগ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে নীতিমালায়।
প্রণীত নীতিমালায় যৌন হয়রানি ও নিপীড়ন দমন, বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচার ও প্রকাশনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতি শিক্ষাবর্ষে নতুন বর্ষের ক্লাস শুরুর প্রাক্কালে এ বিষয়ে দিকনির্দেশনা ক্লাসসহ উক্ত প্রতিষ্ঠানের সকল হল, হোস্টেল অফিস ও বিভাগে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। এছাড়া নীতিমালার সারসংক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের আচরণ সম্বলিত (Code of Conduct) নামে একটি পুস্তিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তৃিকৃত সকল নতুন শিক্ষার্থী এবং নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।
প্রণীত নীতিমালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলিং সেবা প্রদানের ব্যবস্থা রেখেছে।
কুয়েটের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের প্রফেসর ড. রাজিয়া খাতুন খুলনা গেজেটকে বলেন, “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে নিজস্ব নীতিমালা প্রণয়ন এটা কুয়েটের জন্য একটা বিরাট প্রাপ্তি। সারাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সামগ্রিক একটা নীতিমালা থাকলেও তাতে কিছুটা সীমাবদ্ধতা ছিল। আমাদের নিজস্ব নীতিমালা প্রণয়নের ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যদি কেউ যৌন হয়রানীর শিকার হন সে ক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তিবর্গ কমিটি কর্তৃক নির্ধারিত ফর্মে তাদের লিখিত অভিযোগ অফলাইন অথবা অনলাইনে কমিটিকে জানাতে পারবে। এছাড়াও তারা সরাসরি যৌন হয়রানি সংক্রান্ত যেকোন অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটিকে সমাধানের জন্য জানাতে পারবে। পূর্বে তাদেরকে এই অভিযোগ ছাত্রকল্যাণ পরিচালক ( ডি এস ডব্লিউ) অথবা শৃঙ্খলা কমিটিকে জানাতে হতো। এর ফলে সময় ক্ষেপণ হতো। প্রণীত নীতিমালা যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাশকৃত নীতিমালা সেহেতু প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের মাঝে এ নীতিমালা সংক্রান্ত পুস্তিকা বিতরণ করা হলে তারা তাদের অধিকার সম্পর্কে প্রথম থেকে সচেতন থাকবে।
তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ স্যার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রণীত “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪” শীর্ষক সেমিনারের মাধ্যমে এ নীতিমালার উদ্বোধন করবেন।
খুলনা গেজেট/এনএম
The post যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে নিজস্ব নীতিমালা প্রণয়ন করল কুয়েট appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.