
ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। আর কিছু দিন পর রং-তুলির আঁচড় পড়বে এসব প্রতিমার শরীরে।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৯৪টি, সাদুল্লাপুর উপজেলায় ৯১টি, পলাশবাড়ী উপজেলায় ৫৭টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১২৫টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৫টি, ফুলছড়ি উপজেলায় ১৩টি ও সাঘাটা উপজেলায় ৫৮টি পূজা মণ্ডপ রয়েছে।
পলাশবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির চত্বরের ব্যবসায়ী মওলা বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব।
গাইবান্ধা জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিমল চন্দ্র সরকার বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।