খুলনায় সন্ত্রাসীর গুলিতে আকাশ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত আকাশ পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির বাসিন্দা জনৈক হাফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকাশ রাত ৮ টার দিকে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর ৭ থেকে ৮ জনের একদল সন্ত্রাসী দল তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পরপর দু’টি গুলি ছোড়ে। একটি গুলি তার পেছন কোমরে বিদ্ধ হয়।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
একটি সূত্রে জানা গেছে, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তারা বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০১ সালে আকাশের বাবা হাফিজুল ইসলামকেও ক্যাসল সালাম হোটেলের ভেতর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
The post নগরীতে যুবক গুলিবিদ্ধ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024