যশোরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। গত তিন দিনে তাপমাত্রা কমেছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা এ অঞ্চলের আকাশে সূর্য মুখ লুকাতে শুরু করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শীতের সাথে বয়ে গেছে হাল্কা বাতাস। এতে কাহিল হয়ে পড়েছে জনজীবন।
বৃহস্পতিবার বিকেল থেকেই যশোরাঞ্চলে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। এ সময় থেকেই মানুষকে শীতের ভারী পোশাক ব্যবহার করতে হয়। রাতে পড়ছে ঘন কুয়াশা। যা সকাল পর্যন্ত থাকছে। এ শীতের কারণে কর্মজীবী মানুষ সমস্যায় পড়েছে। তাদেরকে তীব্র শীতের মধ্যেই সকাল ৭টার মধ্যে কাজে বের হতে হচ্ছে। এসময়ে কাজ কমে যাওয়ায় তাদেরকে বেকার বসে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন শ্রমজীবীরা।
এদিকে, শুক্রবার সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল ৩টা থেকে মুখ লুকিয়ে ফেলে। এ কারণে তাপমাত্রা কমতে শুরু করে। রাতে এ তাপমাত্রা আরো ২/১ ডিগ্রি নেমে আসতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬ টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এ অবস্থা আপাতত একইভাবে থাকবে। তবে আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা আরো কমে শীত বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। চলতি মাসেই এ অঞ্চলে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
খুলনা গেজেট/এএজে
The post যশোরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.