হাসিমাখা মুখে, এক বুক প্রশান্তি নিয়ে
চিরনিদ্রায় শায়িত হয়েছিলাম বাংলা মায়ের বুকে।
আমি সেদিন মরিনি, আমি অমরত্ব লাভ করেছিলাম।
আমি জানতাম আমরা জিতব
এবং আমরা জিতেছিলাম!
আজ বাংলার মানুষ ফিরে পেয়েছে তাদের গৌরব,
প্রাণ ফিরে পেয়েছে প্রাণের বাংলাদেশ।
আজ তোমরা যারা শিশু,
হয়ে উঠবে আগামীর ভাষা।
তোমরা এগিয়ে যাবে, থেমে থাকবে না,
কখনো হতাশ হলে,
স্মরণ কোরো আমাকে,
আমি ছিলাম, আছি, বেঁচে থাকব তোমাদের হৃদয়ে।
আমি জানি তোমরা পারবে, জিতবে,
তোমরা একেকজন হয়ে উঠবে মহানায়ক।