সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি নিল আয়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী তাৎপর্য বিষয় আলোচনা করেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি আবু বক্কার সিদ্দিক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য; তখন রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ট সন্তানদের। নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সেই দিনটি পালন করছে সাতক্ষীরাবাসী।
খুলনা গেজেট/এএজে
The post সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024