দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের মা হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সে খবর জানালেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। নতুন অতিথি আগমনে খুশি নিশপাল সিং ও মল্লিক পরিবারের সদস্যরা।
একটি কার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাকে।
কোভিডের সময় জন্ম হয় অভিনেত্রীর প্রথম সন্তান কবীর। তাই পুত্রসন্তান জন্মের আগে নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন তারা।
অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের জিৎ, ঋতুপর্ণা, শুভশ্রী, মিমি, ঐন্দ্রিলাসহ একঝাঁক তারকা। কোয়েলের অনেক ভক্ত কন্যা সন্তানের মুখ দেখতে ছেয়েছেন কেউবা নাম জানতে চেয়েছেন।
খুলনা গেজেট/এএজে
The post দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল, ছেলে হলো না মেয়ে? appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024