এলোমেলো সারিতে সাজানো উঁচু-নিচু, ছোট-বড় অসংখ্য পাহাড়। যেদিকে চোখ যায় স্বচ্ছ পানি আর বিস্তীর্ণ সবুজের হাতছানি। দিগন্তজুড়ে সবুজের সমারোহ। সে এক নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির পাহাড়ি জনপদ রাঙ্গামাটি। যেন শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য। আঁকাবাঁকা কাপ্তাই লেক। চারদিকে স্বচ্ছ জলধারা। কাপ্তাই লেক মিশেছে প্রকৃতির সঙ্গে অপরূপ সাজে। সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে অসংখ্য পাহাড়ি ঝর্ণার কলতান আরও আকর্ষণীয় করেছে।… বিস্তারিত