চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে কালভার্টের ওপর থেকে ড্রেনে পড়ে মঞ্জু (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মঞ্জু পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আনর আলি মাঝির ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন তাকে ড্রেন থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে মঞ্জু ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাতলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ পা ফসকে ময়লাভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ড্রেন থেকে ওই যুবককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post মোবাইলে কথা বলার সময় পা ফসকে ড্রেনে, প্রাণ গেল শ্রমিকের appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.