বছরের বেশির ভাগ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকা বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) নিজ অবস্থান থেকে সরে যাচ্ছে আবারও।
‘এ২৩এ’ নামের এ হিমশৈল আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (দেড় হাজার বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকা মহাসাগর (দক্ষিণ মহাসাগর নামেও পরিচিত) থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে… বিস্তারিত