খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারের ঘটনা তদন্ত রেলওয়ের পশ্চিম জোনের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনা এসেছেন।
আজ রোববার বেলা একটায় সাগরদাঁড়ি এক্সপ্রেসে করে খুলনা রেল স্টেশনে পৌঁছান। তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এর আগে শনিবার সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রিনে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেন সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এইচ/এনএম
The post স্টেশনে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বার্তা : তদন্তে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনায় appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.