রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় ১১ বছর বয়সী শিশু সোলায়মান হোসেন নিহত হয়েছে।
আজ রোববার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে যাবে বলে গালুয়া বাজারের রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে ওই অটোরিকশাতেই উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post ঝালকাঠিতে অটোরিকশা চাপায় শিশু নিহত appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024