5:38 pm, Sunday, 15 December 2024

ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার সময় বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তুলার মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিমা আক্তার যশোর জেলার বাসিন্দা। তার স্বামী গার্মেন্টসে চাকরি করার সুবাদে তারা ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতেন। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আকলিমা (৪৭) এবং সানজিদা (২৩)। এছাড়া বাসের হেলপার রাজু (২৪) এবং চালক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর স্বামী ও যাত্রী মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী নিহত এবং আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ছয় বছরের মেয়ে মালিহা গুরুতর আহত হয়েছে। স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসার জন্য শিশুদের নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. হানিফ জানান, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

The post ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :
জনপ্রিয়

ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু

Update Time : 03:10:12 pm, Sunday, 15 December 2024

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার সময় বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তুলার মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিমা আক্তার যশোর জেলার বাসিন্দা। তার স্বামী গার্মেন্টসে চাকরি করার সুবাদে তারা ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতেন। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আকলিমা (৪৭) এবং সানজিদা (২৩)। এছাড়া বাসের হেলপার রাজু (২৪) এবং চালক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর স্বামী ও যাত্রী মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী নিহত এবং আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ছয় বছরের মেয়ে মালিহা গুরুতর আহত হয়েছে। স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসার জন্য শিশুদের নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. হানিফ জানান, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

The post ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.