বেশ কিছু বছর বিরতির পর আবার রায়হান রাফির সিনেমায় পূজা চেরী। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে আবার রাফীর সিনেমায় ফিরলেন তিনি। আগামী বছরের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার।
গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে গোলমাল। এই টাকার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।
সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘রায়হান রাফী ভাইয়ের পরিচালনাতেই নায়িকা হিসেবে আমার যাত্রা শুরু। তার সঙ্গে কাজের অনুভূতি সবসময়ই সেরা। অনেক বছর পর আবারও তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। কাজ করে মজা পেয়েছি। খুব ভালো টিম ছিল আর গল্পটাও অসাধারণ। কাজের অভিজ্ঞতাও চমৎকার। এখন কাজটি সবার পছন্দ হলেই আমাদের সবার পরিশ্রম সফল হবে।’ এতে আরও অভিনয় করেছেন- রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।
বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন চেরি। একই বছর রাফীর ‘দহন’ সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধেন। পরে সিয়ামের সঙ্গে আরও সিনেমায় কাজ করা হলেও রাফীর সিনেমার নায়িকা হিসেবে কাজ করেননি। এরই মধ্যে কেটে গেছে ছয় বছর। অবশেষে বিরতি ভাঙলো।
২০১২ সালে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেন চেরী। ২০১৮ সাল থেকে তিনি বড় পর্দায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- নূর জাহান, পোড়ামন ২, দহন, প্রেম আমার ২, গলুই, লিপস্টিক, আগন্তুক ইত্যাদি। বাছাই করা গল্পে অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে পৌঁছাতে চান ক্যারিয়ারের চূড়ান্ত উচ্চতায়।
খুলনা গেজেট/এমএম
The post পূজা চেরীর ‘ব্ল্যাক মানি’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024