চারিদিকে গোলাগুলির শব্দ পাইতাছিলাম সেদিন, একটু পর পর হেলিকপ্টার রাউন্ড দিচ্ছিল। আশেপাশের সব বাড়ির ছাদ থেকে মানুষ হেলিকপ্টার দেখতাছিল। আমার বাসা থেকে মেইনরোড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) দেখা যায় না। আমি বারান্দায় গেলাম কাপড় আনতে। সুমাইয়া ওর বাচ্চাটারে ঘুম পাড়াইয়া বারান্দায় আসে। পাশে এসে বলে, মাগো কি হইতেছে, সবাই ছাদে দাঁড়ায় কী দেখে? এর কিছুক্ষণের মধ্যেই একটা আওয়াজ পাইলাম। আওয়াজটা খুব একটা জোরে হয়… বিস্তারিত