সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ ৪ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এআইইউবি’র সাবেক ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমাম শোভন।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানার পান্থপথ এলাকায় আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। আটক আসামিরা এই মামলার ঘটনার সঙ্গে জড়িত মর্মে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষণা করার পরও তাদের মিছিল করার উদ্দেশ্য, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য কি কি ষড়যন্ত্র করছে, কোথায় কোথায় তাদের আরও মিছিল করার সম্ভাবনা আছে, তাদের অর্থের যোগানদাতা, কোথায় থেকে জনবল সংগ্রহ করা হয়, তাদের ব্যবহৃত ব্যানার উদ্ধার, অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামি অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, অবস্থান নির্ণয় ও গ্রেপ্তার করা, মামলার মূল রহস্য উদঘাটন করার লক্ষ্যে তাদের ব্যাপক ও গভীরভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন (রাখি) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
খুলনা গেজেট/এএজে
The post ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ ৪ জন রিমান্ডে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024