খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকাদানের গুরুত্ব অপরিসীম। যে সকল শিশুকে এখনো টিকা দেয়া হয়নি তাদের টিকাদান কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইউনিসেফ-এর সহযোগিতায় ইপিআই কোল্ড চেইন জোন অফিসটি পুননির্মাণ করা হয়। তিনি ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে জোন অফিসের উদ্বোধন করেন। পরে তিনি ভ্যাক্সিন পরিবহনকারীদের (পোর্টার) মাঝে নিরাপদে ইপিআই ভ্যাক্সিন পরিবহনের জন্য ডাবল ক্যারিয়ার বিশিষ্ট বিশেষ সাইকেল হস্তান্তর করেন।
কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি আরো বলেন, নগর ভবনে এসে নগরবাসী যেন কোনরূপ বিড়ম্বনার শিকার না হন সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনকল্যাণে নিবেদিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা কোনভাবে মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর মোর্শেদ। ইউনিসেফ-এর হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মুমিনুন নেছা, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি কেসিসি পরিচালিত কবরখানায় ও শ্মশানে সমাধিস্থদের রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
খুলনা গেজেট/ টিএ
The post ‘দায়িত্বে অবহেলা কোনভাবে মেনে নেওয়া হবে না’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024