কৃষ্ণ সাগর ও আজভ সাগরের সংযোগকারী কের্চ প্রণালীতে তেলজাত পণ্য বহনকারী দুটি ট্যাংকার ডুবে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
রুশ নৌপরিবহন সংস্থা জানিয়েছে, জাহাজ দুটিতে মোট ২৯ জন ক্রু সদস্য ছিলেন। ভোলগানেফ্ট ২১২ এবং ভোলগানেফ্ট ২৩৯ নামের ট্যাংকার দুটি সংকেতও পাঠিয়েছিল।
এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর ১৩ ক্রুকে নিরাপদে আনা হয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত… বিস্তারিত