বাগেরহাটে নেদারল্যান্ডের ফুল লিলিয়াম কন্দ (গাছের মূল) চাষের ৩৪ দিনের মধ্যেই ফুটেছে লাল টকটকে লিলিয়াম। জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের প্রকৌশলী ফয়সাল আহম্মদে তার খামারে প্রথমবারের মতো নেদারল্যান্ডের লিলিয়াম ফুল চাষ করে সাফল্য পেয়েছেন। এই ফুল দেখতে এখন প্রতিদিনই বিভিন্ন স্থানের দর্শনার্থীরা আসছেন ফয়সালের লিলিয়াম ফুলের খামারে।
এদিকে লিলিয়াম ফুল বিক্রি করে ভালো লাভের আশা করছেন ফুল চাষি… বিস্তারিত