সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়য় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সোমবার ১৬ ডিসেম্বর বাদ যোহর নৌ অঞ্চলসমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরের নৌ জেটিতে বানৌজা অপরাজেয় দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।বানৌজা ‘অপরাজেয়’র অপারেটিং কমান্ডিং অফিসার কমান্ডার এস এম এলমে আজম জানান, ওয়েস্টার্ন কমান্ডের অধীনস্থ, এই জাহাজটি ২০৬ পিসিএস বা ২০৬ পেট্রোল ক্রাফট ইস্কাটন এর একটি জাহাজ, এই জাহাজটি ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে এবং জাহাজটি কমিশন লাভ করার পর থেকেই বাংলাদেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং তার পাশাপাশি অ্যান্টি স্মাগলিন, অ্যান্টি পাইরেসি সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এই জাহাজটি বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ। এই জাহাজটি ৫০ মিটার লম্বা। এই জাহাজটিতে অ্যান্টি সারফেস অয়ারফেয়ার রিলেটেড যে সরঞ্জামাদি এবং অস্ত্র থাকার কথা সেগুলো সবই আমাদের কাছে এই জাহাজে আছে। মহান বিজয় দিবসের এই দিনে সকলকে পাশে পেয়ে তিনি ধন্যবাদ জানিয়ে আরো বলেন, মহান বিজয় দিবসে জাহাজটি পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকার ফলে সকল শ্রেণী পেশার মানুষ, ছোট ছোট স্কুলের বাচ্চারা এই জাহাজটি দেখতে এসেছে, ওই কারণে সাধারণ মানুষের সাথে আমাদের নৌ বাহিনীর দূরত্ব কমে আসবে ও সম্পর্কের উন্নতি হবে। নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম নৌবাহিনী সম্পর্কে জানবে এবং দেশ রক্ষা, দেশের সেবা ও দেশ গঠনে নৌবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ হবে। এছাড়াও, নৌবাহিনীর জাহাজ বানৌজা “অপরাজেয়” পরিদর্শন করতে পেরে নানান শ্রেণী পেশার মানুষ ও স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা অত্যন্ত উচ্ছ্বসিত।
The post কলাপাড়য় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর মহান বিজয় দিবস উদযাপন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.